পানিহাটি প্রবীণ প্রবীণা সমিতি

Panihati Prabin Prabina Samiti

About Us

পানিহাটি প্রবীণ প্রবীণা সমিতি ২০০৭ সাল থেকে পথ চলা শুরু করেছে। এটি মূলত প্রবীণ প্রবীণাদের পাশে থাকার প্রয়াস। বর্তমানে বিভিন্ন সামাজিক ব্যবস্থায় প্রবীণ প্রবীণাদের বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। এছাড়াও প্রবীণ প্রবীণাদের সাস্থ্য, চিকিৎসা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজন, ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, স্বাস্থ্য শিবির অয়োজন ইত্যাদি কর্মকান্ড সারা বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। পানিহাটি পৌরসভার বিভিন্ন অঞ্চলের দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রী ও শারিরীক প্রতিবন্ধীদের সাহায্য আমাদের এই সমিতির কাছে বিশেষ কর্মসূচি।

#

পানিহাটি প্রবীণ প্রবীণা সমিতি

২, ডি . বি . নগর, সোদপুর, কলকাতা - ৭০০১১০

Designed by © DRS Tech    Mail: drstech07@gmail.com